বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড-এর আয়োজনে এবং আরাফাত ট্রেডার্স-এর সৌজন্যে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বোয়ালি বাজারে ২৪ জুলাই ২০২৫ এক খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় প্রাণিসম্পদ উন্নয়ন, খামারি সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক খামার ব্যবস্থাপনা বিষয়ক এই সমাবেশে খামারিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পদস্থ কর্মকর্তারা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুব গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ-এর হেড অফ সেলস এবং টেকনিক্যাল ডিপার্টমেন্টের সিনিয়র ম্যানেজার ডা. মোবাশ্বের আহমেদ রাশেদী, বিশ্বাস পোল্ট্রি এন্ড ফিস ফিডস লিমিটেড-এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মাকসুদুর রহমান ও আরাফাত ট্রেডার্স-এর প্রোপ্রাইটর সুরুজ মিয়া। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতেও খামারিদের বিপদ আপদে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্থানীয় বহু খামারি অংশগ্রহণ করেন এবং তারা ফিড সংক্রান্ত বিভিন্ন কারিগরি পরামর্শ গ্রহণ করেন। সমাবেশটি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। |
