সাম্প্রতিক সময়ে সারা দেশে, বিশেষ করে সিলেট অঞ্চলে ইনফ্লুয়েঞ্জা, করোনা ও ডেঙ্গুসহ ভাইরাসজনিত সংক্রামক রোগের প্রাদুর্ভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। এই পরিস্থিতিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বিশ্ববিদ্যালয় পরিবারসহ সাধারণ জনগণকে সচেতন থাকার এবং অহেতুক আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “ইনফ্লুয়েঞ্জা একটি সাধারণ ভাইরাসজনিত রোগ হলেও এটি সংক্রমণের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে স্বাস্থ্যবিধি মেনে চললে এই রোগ সহজেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।” তিনি জনগণকে অহেতুক ভয় না পেয়ে, বরং স্বাস্থ্যবিধি অনুসরণ করে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ দেন। ভাইস চ্যান্সেলর ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য ভাইরাসজনিত রোগ প্রতিরোধে যেসব সতর্কতা মেনে চলার আহ্বান জানান, তার মধ্যে রয়েছে:
তিনি জানান, “বিশ্ববিদ্যালয়ের সবাই যেন সুস্থ ও সচেতন থাকেন, সেজন্য আমরা ইতোমধ্যেই প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছি। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়েছে।” প্রফেসর ড. আলিমুল ইসলাম আরও জানান, তিনি নিজে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের টাইপ-বি শনাক্তে কীট পদ্ধতির মাধ্যমে পরীক্ষা করছেন এবং এই ভাইরাস শনাক্তে ইতিমধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগ, গণমাধ্যম ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি সম্মিলিতভাবে সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। বর্তমানে হিউম্যান মেটানিউমো ভাইরাস, মাইকোপ্লাজমা, করোনা, ডেঙ্গু ও ইনফ্লুয়েঞ্জাসহ নানা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে বলে তিনি সতর্ক করেন। |
