ভেটেরিনারি ও এনিম্যাল হাসব্যান্ড্রি কম্বাইন্ড ডিগ্রির পক্ষে “দি ভেট এক্সেকিউটিভ” এর অবস্থান

ভেটেরিনারি ও এনিম্যাল হাসব্যান্ড্রি কম্বাইন্ড ডিগ্রির পক্ষে দৃঢ় অবস্থান জানিয়েছে পেশাজীবী সংগঠন “দি ভেট এক্সেকিউটিভ”। সংগঠনের পক্ষ থেকে ২৮ জুলাই ২০২৫ গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রান্তিক খামারীদের উন্নত সেবা প্রদানে এবং প্রাণিসম্পদ খাতকে আধুনিকীকরণে এই কম্বাইন্ড ডিগ্রী বাস্তবায়ন এখন সময়ের দাবি।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সুস্থ, মেধাবী ও মননশীল জাতি গঠনে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভূমিকা অনস্বীকার্য। ওয়ান স্টপ সার্ভিস চালুর মাধ্যমে যুগোপযোগী বাংলাদেশ বিনির্মাণে যেসব পদক্ষেপ প্রয়োজন, তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভেটেরিনারি ও এনিম্যাল হাসব্যান্ড্রি কম্বাইন্ড ডিগ্রী চালু করা।

“দি ভেট এক্সেকিউটিভ” মনে করে, এই ডিগ্রির বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ের ভেটেরিনারি সেবা আরও কার্যকর ও ফলপ্রসূ হবে। সংগঠনের সভাপতি ডা. মোঃ রেজাউল করিম মিয়া এবং মহাসচিব ডা. মোহাম্মদ আল আমীন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ইতোমধ্যে এই বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করেছে, যা এই দাবির যৌক্তিকতাকে আরও শক্তিশালী করে।

তারা আরও জানান, দেশের বিভিন্ন ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট মহলের মধ্যে এই দাবিকে ঘিরে যে জনমত ও আন্দোলন তৈরি হয়েছে, তা অত্যন্ত সঙ্গত ও সময়োপযোগী। “দি ভেট এক্সেকিউটিভ” এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

প্রেস বিজ্ঞপ্তিতে দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ভেটেরিনারি ও এনিম্যাল হাসব্যান্ড্রি কম্বাইন্ড ডিগ্রির প্রয়োজনীয়তা বারবার তুলে ধরা হয় এবং এ বিষয়ে সর্বস্তরের সহানুভূতি ও সহযোগিতা কামনা করা হয়।