ভোলার চর কুকরী মুকরীতে হাঁস পালন প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ভোলা জেলার চর কুকরী মুকরীতে এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হলো হাঁস পালন বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণে স্থানীয় নারী-পুরুষ সদস্যরা অংশ নেন।

প্রশিক্ষণে হাঁস পালনের সহজ পদ্ধতি, উপকারিতা, ছোট জায়গায় অধিক সংখ্যক হাঁস পালন, খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, বাচ্চা উৎপাদনসহ নানা চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে খাঁচা ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উপ-পরিচালক ও প্রকল্পের টিম লিডার ডা. খলিলুর রহমান, চর কুকরী মুকরী শাখার ইনচার্জ মো. হোসেন এবং এডাপটেশন লার্নিং সেন্টারের প্রশিক্ষণ সমন্বয়কারী মো. শোয়েবুল ইসলাম।

আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগণ নিজেদের প্রোটিনের চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত উৎপাদন বাজারজাত করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবে। অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ শেষে ব্যাপক উৎসাহ ও সচেতনতা লক্ষ্য করা যায়, যা উপকূলীয় এলাকায় হাঁস পালনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।