ময়মনসিংহে কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০২৪-২৫ অর্থবছরের কৃত্রিম প্রজনন কার্যক্রমের মূল্যায়ন ও মতবিনিময় সভা ২৫ জুন ২০২৫ ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ-এর আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত সভার উদ্বোধন করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান, পরিচালক (কৃত্রিম প্রজনন); ডাঃ মনোরঞ্জন ধর, পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ এবং ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, প্রকল্প পরিচালক, প্রুভেন বুল উৎপাদন প্রকল্প। সভায় সভাপতিত্ব করেন ডাঃ রুহুল আমিন, উপ পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ডঃ মোঃ সফিকুর রহমান, উপ পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর; ডাঃ মেহেদী হাসান ভূইয়া, উপ পরিচালক, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ঢাকা; ডাঃ মোঃ ওয়াহেদুল আলম হুমায়ুন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ময়মনসিংহ এবং ডাঃ এ.জেড.এম ওয়াহেদুল আলম শাহিন, জেলা ভেটেরিনারি অফিসার, ময়মনসিংহ।

মুল্যায়ন সভায় ময়মনসিংহ বিভাগের শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর জেলার কৃত্রিম প্রজনন কেন্দ্রসমূহের উপ পরিচালকগণ, ময়মনসিংহ জেলার সকল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), এআই টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এছাড়াও, কৃত্রিম প্রজনন কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, ঈশ্বরগঞ্জ-এর উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন), সোহাগী ও মগটুলা ইউনিয়নের এআই টেকনিশিয়ানগণ “বেষ্ট পারফরম্যান্স” সম্মাননা পুরস্কারে ভূষিত হন।

সভায় কৃত্রিম প্রজনন কার্যক্রমের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং মাঠপর্যায়ের কার্যক্রমকে আরও ফলপ্রসূ করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।