নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা একেএম জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (১১ জুন) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রসঙ্গত, ঈদের দিন (৭ জুন) সন্ধ্যায় কর্মস্থল মহাদেবপুর থেকে শ্বশুরবাড়ি উপজেলার গোফানগর গ্রামে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন একেএম জামান। স্থানীয় সূত্রে জানা যায়, মহাদেবপুর-নীতপুর আঞ্চলিক মহাসড়কের ছাতুনতলী বাজারসংলগ্ন পেট্রলপাম্পের পাশে তার মোটরসাইকেলসহ রাস্তায় ছিটকে পড়া অবস্থায় তাকে অচেতন অবস্থায় দেখতে পান পথচারীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তার মধ্যে কোনো শিয়াল বা অন্য কোনো প্রাণী চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় তার মুখমণ্ডল থেঁতলানো ও রক্তাক্ত হয়। পরে এক অটোচালক তাকে উদ্ধার করে প্রথমে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ওই রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পরবর্তীতে তার অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিকভাবে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর বুধবার সকালে তিনি মারা যান। প্রায় ১২ বছর ধরে একেএম জামান মহাদেবপুর উপজেলা মৎস্য অফিসে দায়িত্ব পালন করছিলেন। তিনি দিনাজপুর জেলা সদরের পিরোজপুর জিন্নাপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র এবং হাতুড় ইউনিয়নের গোফানগর গ্রামের আব্দুল মান্নানের জামাতা। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |
মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় আহত মৎস্য কর্মকর্তা একেএম জামানের মৃত্যু
