রমজান উপলক্ষে মাসব্যাপী সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি ২০২৫: পবিত্র রমজান উপলক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়াধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে মাসব্যাপী ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয়ের কার্যক্রম শুরু হয়েছে। আজ শুক্রবার রাজধানীর মেরুল বাড্ডার সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদা আখতার, উপদেষ্টা, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ ইকবাল হোসাইন, সভাপতি, বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশন; জনাব শামসুল আরেফিন খালেদ, সভাপতি, বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল; জনাব কমান্ডার জাহিরুল আলিম, চেয়ারম্যান, বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা); জনাব মোহাম্মদ এজাজ, প্রশাসক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং জনাব মোঃ তোফাজ্জেল হোসেন, সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. মোঃ আবু সুফিয়ান, মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর। স্বাগত বক্তব্য দেন ডা. মোঃ জসিম উদ্দিন, প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প।

প্রধান অতিথি ফরিদা আখতার বলেন, “রমজান মাসে ন্যায্যমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এতে সাধারণ জনগণ স্বল্পমূল্যে গুণগত মানের দুধ, ডিম ও মাংস ক্রয় করতে পারবে।”

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তর জানায়, এই ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চালু থাকবে এবং রমজান মাসব্যাপী চলবে। সরকারি এই উদ্যোগের মাধ্যমে সাধারণ জনগণ তুলনামূলক কম দামে নিত্যপ্রয়োজনীয় প্রাণিজ খাদ্য সংগ্রহ করতে পারবে, যা পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।