শক্তিশালী নেতৃত্বের প্রত্যাশায় WPSA-BB নির্বাচন আজ

ঢাকা, ২৬ জুলাই ২০২৫: আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের পোল্ট্রি খাতের অন্যতম প্রভাবশালী সংগঠন ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ শাখা (WPSA-BB) এর দ্বিবার্ষিক নির্বাচন (২০২৫-২০২৬)। পোল্ট্রি গবেষণা, শিক্ষা ও শিল্পের উন্নয়নে নেতৃত্ব নির্বাচনের এই আয়োজন পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ মিলনমেলায়।

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘মহল হলে’ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার ৮৪৮ জন। নির্বাচনে অংশগ্রহণ করছেন দেশের বিভিন্ন শ্রেণির খ্যাতনামা পোল্ট্রি পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষাবিদগণ। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় উক্ত পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে—
🔹 শামসুল আরেফিন খালেদ (সভাপতি),
🔹 মো. সিরাজুল হক (সিনিয়র সহ-সভাপতি),
🔹 মো. আজমল হোসেন ও মো. তৌহিদ হোসেন (সহ-সভাপতি),
🔹 প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন (প্রচার ও প্রকাশনা সম্পাদক)।

তবে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রবিন্দু প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলো—

  • সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আসাদুজ্জামান (মেজবা) [ভোটার নং ১৮০] ও মোহাম্মদ ফয়জুর রহমান [৭০]।
  • যুগ্ম সম্পাদক পদে লড়ছেন ডাঃ সাদেক আহমেদ [২৪৩] ও শাহ ফাহাদ হাবিব [৩৮৪]।
  • কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডাঃ মো. নুরুল ইসলাম শাওন [১৯২] এবং মোহাম্মদ শাহাদাত হোসেন [৮২]।
  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন প্রফেসর ডাঃ মো. মাহমুদুল হাসান সিকদার [৩৯০] ও ডাঃ মো. সাজেদুল করিম সরকার [ভোটার নং ৬৯]।

তিনটি সদস্য ক্যাটাগরিতেও রয়েছে তীব্র প্রতিযোগিতা—

  • অ্যানিমেল হাজব্যান্ড্রি (AH) ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি পোস্টের জন্য প্রার্থীরা হলেন: মো. দৌলত হোসেন (৩২), মোহাম্মদ নাজমুস সাকিব হামিম (২৯৭), ডাঃ মো. রাকিবুল হাসান (২০৫), মো. শাহজালাল সরকার (৪১৬) ও মো. জাকারিয়া ইসলাম (২০০)।
  • ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (DVM) ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি পোস্টের জন্য প্রার্থীরা হলেন: ডাঃ মোহাম্মদ আশরাফ উদ্দিন (৩৯৫), ডাঃ আজিমুল হক (৩২৬), ডাঃ মো. রাকিবুর রহমান (১৯৯), ডাঃ শামীম আহমেদ (২৮৫), ও ডাঃ মো. সুলতান মাসুম (৭৫৩)।
  • ইন্ডাস্ট্রি ব্যাকগ্রাউন্ড থেকে তিনটি পোস্টের জন্য প্রার্থীরা হলেন: এ. কে. এম. সাঈদ সারোয়ার (৪৭), মুহাম্মদ আবদুল জলিল (৩৪২), মো. আবদুর রহমান (২৭৫), দেবাংশু বিকাশ ভৌমিক (১৮৬), মো. নাজিম উদ্দিন (৩৯২) ও ডাঃ এইচ. এম. নাজমুল হক (২৮১)।

নির্বাচন ঘিরে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ভিডিও বার্তা এবং সরাসরি প্রচারণার মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে পৌঁছেছেন।

সকল ভোটারকে যথাসময়ে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হচ্ছে।
এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচন নয়, বরং এটি বাংলাদেশের পোল্ট্রি খাতের ভবিষ্যৎ কৌশল, গবেষণা এবং উন্নয়নের দিকনির্দেশনা নির্ধারণ করবে।

👉 দৃষ্টি এখন যমুনা ফিউচার পার্কের মহল হলে। অপেক্ষায় আগামী নেতৃত্বের।