জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর বর্ষপূর্তি উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) টিএসসি অডিটোরিয়ামে ২১ জুলাই ২০২৫ সোমবার সন্ধ্যা ৭টায় এক দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
তিনি বলেন, “এ দেশের বাড়তি জনসংখ্যার খাদ্যের যোগান দিচ্ছে আমাদের কৃষি গ্র্যাজুয়েটরা। কৃষি জমির পরিমাণ দিন দিন কমে গেলেও, নতুন জাত ও প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।” তিনি আরও বলেন, “জুলাই শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। তোমরাই আমাদের শিখিয়েছ, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। তোমাদের দিকেই তাকিয়ে আছে জাতির ভবিষ্যৎ।” বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ বেলাল হোসেন, ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মোঃ আরফান আলী। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই শহীদ ফারহান ফাইজারের পিতা আলহাজ্ব শহিদুল ইসলাম এবং শহীদ ইয়ামিনের পিতা মোঃ মহিউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বর্ষপূর্তি উদ্যাপন কমিটির সদস্য সচিব ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাঃ আশাবুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক মোঃ জাকির হোসেন, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস পরিচালক অধ্যাপক ড. মোঃ ছরোয়ার হোসেন, পোষ্ট গ্রাজুয়েট স্টাডিজ ডিন অধ্যাপক ড. মোঃ সালাউদ্দিন মাহমুদ চৌধুরী, গবেষণা কেন্দ্র পরিচালক ড. কাজী এম বদরুদ্দোজা, অধ্যাপক ড. নাহিদ জেবা, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদা দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোছাঃ নূর মহল আখতার বানু, বিশ্ববিদ্যালয়ের হলসমূহের প্রভোস্টবৃন্দ, সকল বিভাগের চেয়ারম্যানগণ, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং শেকৃবির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীবৃন্দ। আলোচনা সভার সভাপতিত্ব করেন গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদ্যাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. এইচ. এম. এম. তারিক হোসেন। |
