টাঙ্গাইলের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান সাইফি নাসির সম্প্রতি “আর বি এগ্রো লিমিটেড (কে.জি.এস. গ্রুপ)”-এর ঢাকা হেড অফিসে এজিএম (সেলস ও টেকনিক্যাল), ফিস ফিড পদে যোগদান করেছেন।
সাইফি নাসির ২০০০ সালে টাঙ্গাইলের খ্যাতনামা বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০২ সালে ঐতিহ্যবাহী সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেরিন সায়েন্স বিভাগে ভর্তি হয়ে ২০০৯ সালে অনার্স এবং ২০১১ সালে মেরিন সায়েন্স অ্যান্ড ফিসারিজে মাস্টার্স সম্পন্ন করেন। তিনি যথাক্রমে অনার্সে সপ্তম এবং মাস্টার্সে দ্বিতীয় স্থান অর্জন করেন।
কর্মজীবনের শুরু হয় ২০১১ সালে এসএমএস ফিডস লিমিটেডে। পরবর্তীতে ২০১২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্যারাগন গ্রুপে যশোর ও চট্টগ্রামে সফলভাবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে আর আর পি এগ্রো ফার্মসে ফিসারিজ বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। ২০১৯ সালে তিনি থাইল্যান্ডের Kasetsart University-এর অধীনে Department of Fisheries থেকে “অ্যাকোয়া ফিডমিল অ্যান্ড নিউট্রিশন” বিষয়ক আন্তর্জাতিক কোর্সে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেন।
পেশাগত দক্ষতায় আন্তর্জাতিক পর্যায়েও অবদান রেখেছেন সাইফি নাসির। ২০২১ সালে নেপালের “বিরাট ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড”-এ অ্যাকোয়া নিউট্রিশন ও অ্যাকোয়াকালচার বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। এরপর ২০২২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি পুনরায় আর আর পি এগ্রো ফার্মসে অ্যাকোয়া হেড হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া নেপাল ফিসারীজ সোসাইটি এবং নাইজেরিয়া ফিসারীজ সোসাইটি এর একজন এক্সক্লুসিভ সদস্য।
ব্যক্তিগত জীবনে সাইফি নাসির দুই কন্যা সন্তানের জনক। তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন যেন তিনি দেশীয় মৎস্যখাতের উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।