সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালে “ফার্মা অ্যান্ড ফার্ম পেট প্রোডাক্টস” বিষয়ক টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

রাজধানীর সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতালের অডিটোরিয়ামে আজ “ফার্মা অ্যান্ড ফার্ম পেট প্রোডাক্টস” শীর্ষক একটি গুরুত্বপূর্ণ টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শিনিল ফার্মা লিমিটেড এবং ফার্মা অ্যান্ড ফার্ম-এর যৌথ আয়োজনে এই সেমিনারে পোষা প্রাণীর স্বাস্থ্যসেবা ও টিকাদান পণ্যের আধুনিক প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল আযিজ আল মামুন, পরিচালক, সেন্ট্রাল ভেটেরিনারি হাসপাতাল। আরও উপস্থিত ছিলেন ডা. মো. জামাল উদ্দিন, ভেটেরিনারি অফিসার; ডা. নাজমুল হুদা, সহকারী ভেটেরিনারি অফিসার; ডা. রেজাউল করিম মনি ও ডা. আল-আমিন, পার্টনার, ফার্মা অ্যান্ড ফার্ম; ইমরান হাসান আনসারী, ব্যবস্থাপনা পরিচালক, শিনিল ফার্মা লিমিটেড এবং ডা. সুমাইয়া সিফাত আজাদ, পরিচালক এবং মোঃ মাহফুজুর রাহমান, ম্যানেজার, ইন্সটিটিউশনাল সেলস।

সেমিনারে CaniShot RV-KCaniShot DHPPL সহ ফার্মা অ্যান্ড ফার্ম-এর পেট প্রোডাক্টস নিয়ে একটি তথ্যবহুল মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোহাম্মদ আল আমিন, ডিভিএম, এমএস, এমবিএ।

প্রোগ্রামের সূচনা হয় দুপুর ১২টায় স্বাগত বক্তব্যের মাধ্যমে। এরপর মূল প্রবন্ধ উপস্থাপন এবং মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ভেটেরিনারি ওষুধ ও পোষা প্রাণীর চিকিৎসাসেবা সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অংশগ্রহণকারীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ প্রদান করেন, যা ভবিষ্যতে পণ্য উন্নয়ন ও সেবা সম্প্রসারণে সহায়ক হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। সেমিনার শেষে দুপুর ১টা ৩০ মিনিটে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এই ধরনের আয়োজন পোষা প্রাণীর সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত দেন সংশ্লিষ্টরা।