হাঁস পালন প্যাকেজের সুফলভোগী প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জে হাঁস পালন প্যাকেজের সুফলভোগীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২০ আগস্ট (বুধবার) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধা বঞ্চিত ৮৬টি এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে হাঁস পালনের আধুনিক কৌশল, রোগ প্রতিরোধ ও সঠিক ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা জানান, হাঁস পালন চরাঞ্চলের মানুষের দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে উপকারভোগীরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ডিম ও মাংস উৎপাদনে ভূমিকা রাখবেন।”

সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ ধরনের কার্যক্রম স্থানীয় অর্থনীতি ও জীবিকায়ন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করা হয়।