বাংলাদেশের পোল্ট্রি গবেষণা, শিক্ষাব্যবস্থা এবং শিল্পখাতের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ ব্রাঞ্চ (WPSA-BB) তাদের ২০২৫-২০২৬ সালের জন্য নতুন নেতৃত্ব বেছে নিতে প্রস্তুত। দেশের খ্যাতনামা পোল্ট্রি পেশাজীবী, গবেষক, উদ্যোক্তা ও শিক্ষাবিদদের সরাসরি অংশগ্রহণে এ নির্বাচন পরিণত হয়েছে এক মহামিলনমেলায়।
ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুলাই, শনিবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কের কনভেনশন সেন্টারের ‘মহল হলে’। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার কোনো ঘাটতি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে সরাসরি প্রচারণায়ও নেমেছেন তারা। প্রযুক্তিনির্ভর প্রচারের পাশাপাশি অনেকেই ভোটারদের বাসায় গিয়ে লিফলেট বিতরণ করছেন, অনেকে তৈরি করেছেন নিজের পরিচিতি ও পরিকল্পনা তুলে ধরা ভিডিও বার্তা। এই নির্বাচনে দেখা যাচ্ছে অভিজ্ঞতা, তরুণ নেতৃত্ব ও আধুনিক চিন্তার এক দারুণ মেলবন্ধন। নির্বাচনে সভাপতি পদে শামসুল আরেফিন খালেদ, সিনিয়র সহ-সভাপতি পদে মো. সিরাজুল হক, সহ-সভাপতি পদে মো. আজমল হোসেন ও মোহাম্মদ তৌহিদ হোসেন এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে নির্বাচনের মূল আকর্ষণ এখন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোকে ঘিরে।
সদস্য পদে তিনটি ক্যাটাগরিতে রয়েছে তীব্র প্রতিযোগিতা:
এই নির্বাচন শুধু নেতৃত্ব নির্বাচনের সীমায় নয়, বরং বাংলাদেশের পোল্ট্রি খাতের ভবিষ্যৎ গতি-প্রকৃতি নির্ধারণেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সংগঠনটির নীতিনির্ধারণ, গবেষণাভিত্তিক উদ্যোগ এবং শিল্প-শিক্ষা-প্রযুক্তি সংযুক্তিকরণের পরিকল্পনাগুলো বাস্তবায়নের জন্য যে নেতৃত্ব আসবে, তা আগামী দুই বছরের জন্য হবে গুরুত্বপূর্ণ নির্দেশক। নির্বাচনের ফলাফল যেমন নেতৃত্ব নির্ধারণ করবে, তেমনি এটি এক নতুন প্রত্যাশার দ্বারও খুলে দেবে দেশের পোল্ট্রি খাতের জন্য। সকলের দৃষ্টি এখন ২৬ জুলাইয়ের WPSA-BB এর দ্বিবার্ষিক নির্বাচনের দিকে। |
২৬ জুলাই WPSA-BB নির্বাচন: শেষ সময়ে চলছে চূড়ান্ত প্রচারনা ও প্রস্তুতি
