৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে আজ সাগরে যাবেন জেলেরা

বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ বুধবার রাত ১২টার পর। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও সাগরে মাছ ধরতে নামতে প্রস্তুত পটুয়াখালী ও বরিশালের উপকূলীয় অঞ্চলের হাজার হাজার জেলে।

স্থানীয় সূত্র জানায়, পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী এবং বরিশালের উপকূলের জেলেরা ইতোমধ্যে তাদের মাছ ধরার ট্রলার প্রস্তুত করে ফেলেছেন। মহিপুর-আলীপুরের বড় মাছের বাজারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। আড়তগুলোতে ক্রেতা-বিক্রেতা এবং জেলে পরিবারের মানুষের ভিড়ে জমজমাট পরিবেশ বিরাজ করছে।

মাছ সংরক্ষণের জন্য বরফ কলগুলো আবারও উৎপাদনে ফিরেছে। ট্রলারগুলোতে ইতোমধ্যে জাল, জ্বালানি, খাবার, বরফ এবং অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম বোঝাই করে সাগরে যাত্রার অপেক্ষায় রয়েছে মালিক ও জেলেরা।

সরকার চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগরে সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছিল, যার উদ্দেশ্য ছিল সামুদ্রিক মাছের প্রজনন ও সুষ্ঠু বংশবৃদ্ধি নিশ্চিত করা।

নিষেধাজ্ঞা শেষে আবারও জীবিকার জন্য সমুদ্রপানে যাত্রা শুরু করছেন জেলেরা। অনেকের চোখে-মুখে আশার আলো—এবার ভালো মাছ পেলে কাটিয়ে উঠবেন নিষেধাজ্ঞার দিনগুলোর আর্থিক সংকট।