৬ষ্ঠ বি.এল.এস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা ২০২৫-এর ফ্লায়ার উন্মোচন অনুষ্ঠিত

বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বি.এল.এস)-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া ৬ষ্ঠ বি.এল.এস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা ২০২৫-এর ফ্লায়ারের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ১০ মে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)-এর কনফারেন্স রুমে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মাহবুব ইলাহি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ডিজিটাল উদ্ভাবন ও জলবায়ু সহিষ্ণুতা এখন কৃষি ও প্রাণিসম্পদ খাতের উন্নয়নের মূল চাবিকাঠি। এই আয়োজন সেই লক্ষ্যকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়া একটি সরকারি দপ্তরে আয়োজিত আরেকটি প্রচারমূলক প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক ডা. শামীম নাহার।

উল্লেখ্য, ৬ষ্ঠ বি.এল.এস অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা অনুষ্ঠিত হবে আগামী ১৩ ডিসেম্বর ২০২৫, রাজশাহী সিটি কর্পোরেশনের গ্রিন স্কয়ার বা রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। এবারের ইভেন্টের থিম নির্ধারণ করা হয়েছে “টেকসই প্রাণিসম্পদ উন্নয়ন: ডিজিটাল উদ্ভাবন ও জলবায়ু সহিষ্ণুতা”।

অনুষ্ঠানে বি.এল.এস-এর সভাপতি রোটারিয়ান প্রফেসর ড. মো. জালাল উদ্দীন সরদার ও সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ উপস্থিত ছিলেন।

বি.এল.এস সভাপতি দেশের প্রাণিসম্পদ ও পোল্ট্রি শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, উদ্যোক্তা, গবেষক এবং মিডিয়া প্রতিনিধিদের প্রদর্শক, স্পনসর ও মিডিয়া পার্টনার হিসেবে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।