আজ ২৭ জুন ২০২৫, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দু’দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা যার শিরোনাম “Fodder Production, Ensiling and Feeding Livestock”। কর্মশালাটি আগামীকাল ২৮ জুন পর্যন্ত চলবে।
Climate Innovation Fund এর সহায়তায় এবং Sajeda Foundation এর ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর ডিপার্টমেন্ট অফ এনিমেল সাইন্স। প্রশিক্ষণে জামালপুর অঞ্চলের বিভিন্ন খামারি ও কৃষক অংশগ্রহণ করেছেন। তারা আধুনিক ফডার উৎপাদন, সাইলেজ সংরক্ষণ পদ্ধতি ও পুষ্টিকর প্রাণি খাদ্য ব্যবস্থাপনার উপর হাতে-কলমে প্রশিক্ষণ নিচ্ছেন। প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন যমুনা এগ্রো ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO) মোঃ শাফিকুল ইসলাম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, Sajeda Foundation এর প্রতিনিধিগণ ও প্রাণিসম্পদ খাতের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। আয়োজকরা জানান, এ ধরনের প্রশিক্ষণ কৃষকদের মধ্যে জলবায়ু পরিবর্তন সহনশীল প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।
|
‘Fodder Production, Ensiling and Feeding Livestock’ বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
