WPSA-BB নির্বাচন ২০২৫–২৬: বহুল প্রতীক্ষিত প্রতিযোগিতামূলক ভোটগ্রহণ ২৬ জুলাই

বাংলাদেশের পোলট্রি ও প্রাণিসম্পদ খাতের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ওয়ার্ল্ড’স পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন – বাংলাদেশ শাখা (WPSA-BB) আগামী ২৬ জুলাই ২০২৫ তারিখে তাদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আয়োজন করতে যাচ্ছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক কনভেনশন সেন্টারের মহাল হলে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

অনেক বছর পর এই নির্বাচনে বিপুলসংখ্যক পদে ভোট হচ্ছে, যা সদস্যদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি করেছে। দীর্ঘদিন পর প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হওয়ায় গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পখাতের সদস্যরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।

নির্বাচন ছাড়াই যাঁরা নেতৃত্বে আসবেন:

  • সভাপতি: শামসুল আরেফিন খালেদ
  • সিনিয়র সহ-সভাপতি: মো. সিরাজুল হক
  • সহ-সভাপতি: মো. আজমল হোসেন ও মোহাম্মদ তাওহীদ হোসেন
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: প্রফেসর ড. মো. ইলিয়াস হোসেন

মূল প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু:

  • সাধারণ সম্পাদক: মো. আসাদুজ্জামান (মেজবা) ও মোহাম্মদ ফয়জুর রহমান
  • যুগ্ম সম্পাদক: ড. সাদেক আহমেদ ও শাহ ফাহাদ হাবিব
  • কোষাধ্যক্ষ: ড. নুরুল ইসলাম শাওন ও মো. শাহাদত হোসেন
  • বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক: প্রফেসর ড. মাহমুদুল হাসান সিকদার ও ড. সাজেদুল করিম সরকার

পেশাগত ক্যাটাগরি অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতা:

  • অ্যানিমেল হাসব্যান্ড্রি: ৫ জন প্রার্থী ৩টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।
  • ডিভিএম (ভেটেরিনারি): ৫ জন প্রার্থী অংশ নিচ্ছেন ৩টি আসনের জন্য।
  • ইন্ডাস্ট্রি (শিল্প খাত): এখানে ৬ জন প্রতিযোগী ৩টি পদের জন্য লড়ছেন, যা সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্যাটাগরি বলে মনে করা হচ্ছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন তিন সদস্যবিশিষ্ট একটি নিরপেক্ষ কমিশন—চেয়ারম্যান সায়েম উল হক এবং সদস্যদ্বয় ড. রফিকুল ইসলাম ও মো. শরিফুল হক। তাঁরা একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন।

এই নির্বাচন কেবল নতুন নেতৃত্বই নির্ধারণ করবে না, বরং দেশের পোলট্রি শিল্পের উন্নয়ন, নীতি নির্ধারণ ও গবেষণার ভবিষ্যৎ গতিপথেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা (WPSA-BB)-এর ২০২৫-২০২৬ সময়ের নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা দেখতে এখানে ( https://tinyurl.com/bdd4mknf ) ক্লিক করুন।