ঢাকা, ১১ মে ২০২৫: আলমা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর মাসিক বিক্রয় সভা আজ রাজধানীর প্যান ডে এশিয়া রেস্টুরেন্ট & কনভেনশন হলে (কসমো শপিং কমপ্লেক্স, রাজউক রাজীব, প্লট ৭১, সার্ভিস রোড, ঢাকা-১২৩০) অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার এম এ মালেক। আরও উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) আজিজুল মুন্না, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার যথাক্রমে গোলাম রসুল ও মিল্টন শাহ, এবং ডাঃ মোঃ শোয়েব প্রধান, সিনিয়র ম্যানেজারসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিক্রয় কর্মকর্তা ও ব্যবস্থাপনা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সভায় বক্তারা কোম্পানির পণ্যের গুণগত মান, বাজারজাতকরণ কৌশল এবং বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এছাড়াও বিক্রয় কর্মীদের কার্যক্রম ও পারফরম্যান্স মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেওয়া হয়। উল্লেখ্য, আলমা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশব্যাপী প্রোটিন ঘাটতি পূরণে উচ্চমানের ও উদ্ভাবনী ফিড সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে তিনটি ফিড মিল এবং দেশের বিভিন্ন অঞ্চলে ১৬টি ডিপোর মাধ্যমে গ্রাহকদের নিরবিচারে সেবা প্রদান করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি সারাবছরজুড়ে মানসম্মত ফিড সরবরাহের মাধ্যমে গ্রাহকদের কাছে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে বদ্ধপরিকর। |