খালেদা জিয়ার জন্য ষাঁড় ‘কালো মানিক’ নিয়ে ঢাকার পথে খামারি সোহাগ

ঢাকার পথে ছুটছে এক অদ্ভুত স্বপ্ন। বিশাল আকৃতির এক কালো ষাঁড়, নাম ‘কালো মানিক’, আর তার সঙ্গে খামারি সোহাগ মৃধা। উদ্দেশ্য—বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার কোরবানির জন্য এই ষাঁড় উপহার দেওয়া।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের প্রান্তিক কৃষক সোহাগ মৃধা নিজের হাতে ছয় বছর ধরে লালনপালন করেছেন এই ষাঁড়টি। একেবারে সন্তানসম আদরে মানুষ করেছেন ‘কালো মানিক’-কে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে দুটি মিনি ট্রাক ভাড়া করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি, সঙ্গে রয়েছে বাদ্যযন্ত্র, ব্যানার, স্লোগানে মুখর গ্রামবাসী।

 জন্ম থেকে স্বপ্নের যাত্রাঃ ২০১৮ সালের শেষ দিকে চৈতা বাজার থেকে ১ লাখ ৩৭ হাজার টাকায় একটি গাভি কেনেন সোহাগ। সেই গাভির প্রথম বাছুরই আজকের ‘কালো মানিক’। ছয় বছর ধরে অক্লান্ত পরিশ্রম, ভালোবাসা আর যত্নে বড় করে তোলা হয়েছে ষাঁড়টিকে। এখন তার ওজন প্রায় ৩৫ মণ, দৈর্ঘ্য ১০ ফুট, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি।

স্থানীয় বাজারে এই ষাঁড়ের দাম গত বছর কোরবানির সময় উঠেছিল ১০ লাখ টাকা পর্যন্ত। কিন্তু সোহাগ বলছেন, “এই ষাঁড় বিক্রির জন্য না, নেত্রীর জন্য।”

এক ভালোবাসার গল্পঃ ঢাকায় ষাঁড় পৌঁছানোর প্রস্তুতি চলেছে বহুদিন ধরে। ভাড়া করা হয়েছে দুটি মিনি ট্রাক, খরচ প্রায় ৬০ হাজার টাকা। ব্যানারে সজ্জিত, বাদ্যযন্ত্রে মুখরিত পরিবেশে গ্রামজুড়ে যেন উৎসবের আমেজ।

সোহাগ বলেন, “ভাইরালের জন্য না। আমি সত্যিই চাই, নেত্রীর কোরবানির জন্য যাক আমার কালো মানিক। এতে আমার কোনো লাভ নেই, শুধু ভালোবাসা আছে।” তিনি আরও জানান, “আওয়ামী লীগের শাসনামলে দেখেছিলাম, এক কৃষক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গরু উপহার দিয়েছিলেন। তখন থেকেই স্বপ্ন দেখতাম, আমি একদিন খালেদা জিয়াকে উপহার দেব।”

পরিবারের আবেগঃ সোহাগের মা হাজেরা বেগম বলেন, “ও ছোটবেলা থেইকাই বিএনপি ভালোবাসে। কয় বছর ধইরা কয়—এই গরু নেত্রীরে দিবো। সংসারে কত কষ্ট গেছে, কত সময় ভাত কম খাইছি, কিন্তু ওরে থামাই নাই। আজ যাইতেছে ঢাকায়, চোখে পানি আসে, কিন্তু মনে শান্তি লাগে।”

স্ত্রী পলি বেগম জানান, “আমরা এই মানিকরে ৬ বছর সন্তানের মতো মানুষ করছি। গায়ে সর্দি লাগলে ওষুধ দিছি, খাইছে কি না সেই দুশ্চিন্তা করছি। আজ ঘর ফাঁকা লাগবে, কিন্তু এই কান্না দুঃখের না, খুশির কান্না।”

গ্রামের শত শত মানুষের অংশগ্রহণে বিদায় জানানো হয়েছে কালো মানিককে। এখন অপেক্ষা শুধু একটি মুহূর্তের—যেদিন বেগম খালেদা জিয়া ‘কালো মানিক’ গ্রহণ করবেন, আর পূর্ণ হবে এক প্রান্তিক খামারির দীর্ঘদিনের স্বপ্ন।